মাতৃদিবসে; মায়েদের জন্য কিনুন গ্রীষ্মকালীন আরামদায়ক কুর্তি

সন্তানের জন্য কতসময়েই মুখ ফুটে না বলতেই মায়েরা হাজির করেন মনের মতো উপহার। আসলে প্রতি সন্তানের কাছে মায়েরা নিজেরাই আস্ত এক উপহার। তবু, বিশেষ করে কোনও একদিন যদি শত রাগ ঝগড়ার মধ্যে মায়ের জন্য বিশেষ কিছু করতে চান তাহলে মাদার্স ডের (Mother’s Day) থেকে ভালো আর কোনও দিন হতেই পারে না। হাতে এখনও বেশ অনেকটাই সময় রয়েছে। মাদার্স ডে আসছে। প্রতিবছরের মতো এবারেও ১২ মে পালিত হবে মায়েদের জন্য একটা বিশেষ দিন। মাকে রোজের শাড়ির বাইরে নতুন পোশাকে দেখতে চাইলে এবার মাকে উপহার দিন কুর্তা। আরামদায়ক এবং সুন্দর কুর্তা সবসময়ের কাজে আসবেই মায়েদের।